হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে যৌতুক মামলায় যুবলীগ নেতা কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা রিগেন তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

রিগেন তালুকদার সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের মুলিবাড়ি গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে। 

সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর পেশকার লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় রিগেন তালুকদার চলতি বছরের ১১ জুলাই ১ বছর ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। 

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০১৮ সালের ২৭ মে রিগেন তালুকদারের সঙ্গে বিয়ে এনায়েতপুর থানার ভূইয়ারহাট গ্রামের ঝরনা খাতুনের। বিয়ের সময় ৪ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। বিয়ের পর আরও ১ লাখ টাকা যৌতুক দাবি করে রিগেন তালুকদার। যৌতুকের জন্য তিনি স্ত্রীকে অত্যাচার করতেন। এ ঘটনায় ২০২১ সালের ৩১ আগস্ট যৌতুক নিরোধ আইনে মামলা দায়ের করেন ঝরনা খাতুন। 

মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আদালত যুবলীগ নেতা রিগেন তালুকদারকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার