হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগে চাচা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গ্রেপ্তারকৃত রবিউল ইসলাম ওরফে রুবেল। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর গোদাগাড়ীতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে যুবককে হত্যার অভিযোগে তাঁর চাচা রবিউল ইসলাম ওরফে রুবেলকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তার রবিউল ইসলাম গোদাগাড়ী উপজেলার আচুয়াভাটা গ্রামের মৃত তাহসান মুহুরীর ছেলে। নিহত কাউসার আহমেদ রকি (২৫) তার ভাতিজা। গত ১ এপ্রিল দুপুরে রবিউলের হাঁসুয়ার কোপে প্রাণ হারান তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১ এপ্রিল রবিউল গোদাগাড়ীর আচুয়াভাটা গ্রামে বাবার বাড়িতে অসুস্থ দাদিকে দেখতে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে ভাতিজা কাউসার আহমেদের সঙ্গে তাঁর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রবিউল ধারালো হাঁসুয়া এনে কাউসারকে কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়। মামলার পর থেকেই র‌্যাব-৫ ঘটনাটির ছায়াতদন্ত শুরু করে এবং আসামির অবস্থান শনাক্তে গোয়েন্দা নজরদারি বাড়ায়। আসামি রবিউল দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করার কারণে তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

র‌্যাব জানিয়েছে, অবশেষে অবস্থান নিশ্চিত হয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাঁকে আদালতে তুলবে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়