হোম > সারা দেশ > রাজশাহী

 ‘নগদ’ কর্মীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইয়ের অভিযোগ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জাহিদ হাসান নামে নগদের ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে ছুরিকাঘাত করে ৫ লাখ ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে হেলমেট পরিহিত ছিনতাইকারীরা তাঁর কাছে থেকে দুটি মোবাইল ফোন নিয়ে গিয়ে গেছে বলে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে এ ঘটনা ঘটেছে জানিয়েছেন ভুক্তভোগী। 

ভুক্তভোগী জাহিদ হাসান বলেন, রোববার সকালে রাজশাহী থেকে দুর্গাপুর উপজেলায় যান তিনি। নগদের বিভিন্ন দোকানে টাকা বিতরণ ও পাওনা টাকা তোলেন। পরে দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার দাওকান্দি যাওয়ার পথে জয়নগর-বাগলপাড়া ফাঁকা সড়কে তিনজন ব্যক্তি তাঁর গাড়ির গতিরোধ করে এবং ছুরিকাঘাত করে। এরপর টেনে হিঁচড়ে তার সঙ্গে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায়। তিনজনের মধ্যে দুজন হেলমেট পরিহিত ও একজন মুখে রুমাল বাধা ছিল। ওই ব্যাগে ৫ লাখ ১৬ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিল। 

এ বিষয়ে দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ খোয়া যাওয়া টাকা উদ্ধারে চেষ্টা চালাচ্ছে। 

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়