হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, পলিটেকনিকের ২ শিক্ষার্থী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অপর এক মোটরসাইকেলের আরেকজন আরোহী। 

আজ শনিবার বেলা সোয়া ১টার দিকে বগুড়া ঢাকা মহাসড়কের বগুড়া দ্বিতীয় বাইপাস সড়কের শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাছের ছেলে তানভীর হোসেন (২১)। আহত আরেক শিক্ষার্থী আসাফুদ্দৌলা সানি (২২)। তাঁরা সবাই বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের  পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী। 

এ বিষয়ে শাজাহানপুর থানার পরিদর্শক (ওসি) আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘তানভীর, সাগর এবং সানি মোটরসাইকেলে দ্বিতীয় বাইপাস ধরে মাটিডালির দিকে যাচ্ছিল। এ সময় শেরপুরগামী একটি খালি ট্রাক বেতগাড়ী লিচুতলার দিকে আসছিল। পথিমধ্যে নিশ্চিন্তপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তানভীর মারা যায়। পরে সানি ও সাগরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে সাগরের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাক আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড