চাঁপাইনবাবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে বদিউজ্জামান (৪২) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ছাড়া আহত হয়েছেন আরও চারজন। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রাবনপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত বদিউজ্জামান ওই এলাকার মৃত আইনুদ্দীনের ছেলে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে নিহত বদিউজ্জামানের সঙ্গে তাঁর চাচাতো ভাইদের বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে শনিবার সকালে তাঁর চাচাতো ভাইয়েরা বদিউজ্জামানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বদিউজ্জামানের মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বদিউজ্জামান নামে একজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।