পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় চাষাবাদকারী কৃষকদের মাঝে ক্ষতিপূরণের টাকা বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) বিকেলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে কৃষকদের মাঝে এসব টাকার চেক বিতরণ করা হয়।
ঈশ্বরদী উপজেলার ইউএনও পিএম ইমরুল কায়েসের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন—সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির, বীর মুক্তিযোদ্ধা আ ত ম শহিদুজ্জামান নাসিম, পাকশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুজ জামান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের উপসহকারী প্রকৌশলী ইউনুস আলী, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা। এতে বক্তব্য দেন কৃষক আক্তার হোসেন, রবি মালিথাসহ প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষকদের মাঝে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে ২০১৭ সালের ২০ নভেম্বর ২৭ কোটি ৩৪ লাখ ৮৭ হাজার ৯৯০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই বছরের ১৭ ডিসেম্বর ঈশ্বরদী উপজেলা ইউএনওকে ওই টাকা পাঠানো হয় বিতরণের জন্য। এরপর কয়েক দফায় মোট ২০ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ৮৫৫ টাকা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় আজ উপজেলার ২৮ জন কৃষকের মাঝে ৮৪ লাখ অনুদানের চেক বিতরণ করা হয়।
দীর্ঘদিন পর সরকারি অনুদানের টাকা হাতে পাওয়ায় পাকশীর চররূপপুর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক খায়রুল ইসলাম বলেন, ‘ক্ষতিপূরণের টাকা দীর্ঘ ৫-৬ বছর নানা জটিলতায় আটকে ছিল। ইতিপূর্বে বহু হয়রানিও হয়েছি। কিন্তু এবার অনেক দিন পর ক্ষতিপূরণের টাকা পেয়ে খুব ভালো লাগছে।’