সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে জুবায়ের হোসেন (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার সয়দাবাদে ইকোনমিক জোনে এ ঘটনা ঘটে।
নিহত জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকা মিরপুর মহল্লার মাহমুদুল মণ্ডলের ছেলে। আহত দুজন হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগাঁর মান্দা উপজেলার সবুজ মিয়া।
এ বিষয়ে ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে একজন নিহত ও অন্তত দুজন আহত হন। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা গিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করেন।
আব্দুল মান্নান আরও বলেন, ধারণা করা হচ্ছে, নির্মাণত্রুটির কারণেই এই ধসের ঘটনা ঘটেছে।