হোম > সারা দেশ > পাবনা

ঢাকা থেকে গ্রেপ্তার ঈশ্বরদী আ.লীগের সম্পাদক কারাগারে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনায় ঈশ্বরদী আ.লীগের সম্পাদক মিন্টু কারাগারে। ছবি: আজকের পত্রিকা

ছাত্র–জনতার ওপর হামলা মামলায় পাবনার ঈশ্বরদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তাকে জেলা আমলি আদালত–২ এ হাজির করলে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের জামাতা। তিনি ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারে সরাসরি তাঁর নাম নেই। তবে ঈশ্বরদী থানা-পুলিশের মামলা তদন্তে তার নাম এসেছে।

এর আগে গতকাল সোমবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ তেজগাঁও থানায় নিয়ে আসে। রাতেই তাকে ঈশ্বরদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান জানান, আবুল কালাম আজাদ মিন্টু এজাহার নামীয় না হলেও ঈশ্বরদী এবং দাশুড়িয়ার দু’টি মামলার তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনপির বিদ্রোহী প্রার্থীর মনোনয়ন নিতে দণ্ডপ্রাপ্ত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ