হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার গত বছরের তুলনায় এসএসসি পরীক্ষার্থী বেড়েছে ৯ হাজার ২০২ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন। এবার তা বেড়ে হয়েছে ২ লাখ ৫ হাজার ৮০২ জন। অর্থাৎ পরীক্ষার্থীর বেড়েছে ৯ হাজার ২০২ জন। আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে।

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর জানিয়েছে, মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬২ হাজার ২২৩ জন ছাত্র। আর ছাত্রীর সংখ্যা ৯৯ হাজার ৫৭৯ জন। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৯১ হাজার ৫৫৭ জন পরীক্ষা দেবে। এ ছাড়া মানবিক বিভাগ থেকে ১ লাখ ৭ হাজার ৮৩৫ জন এবং বাণিজ্য বিভাগ থেকে ৬ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের আট জেলা থেকে এবার ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেবে। মোট ২৬৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাজশাহী জেলার ৫৩ কেন্দ্রে ৫০৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে ২৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৬ হাজার ৮৪৭ জন অংশ নেবে।

এ ছাড়া নাটোরের ২৬ কেন্দ্রে ২৯২টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৮ হাজার ৬৫৫ জন, নওগাঁর ৩৭ কেন্দ্রে ৪২৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫ হাজার ৫০০ জন, পাবনার ৩১ কেন্দ্রে ২৯৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩০ হাজার ৩১৮ জন, সিরাজগঞ্জের ৪৪ কেন্দ্রে ৩৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৭ হাজার ৪৪ জন, বগুড়ার ৪২ কেন্দ্রে ৪৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫ হাজার ৯৬৮ জন, জয়পুরহাটের ১৭ কেন্দ্রে ১৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৯ হাজার ২০৪ জন শিক্ষার্থী অংশ নেবে।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল ১০টায় সব কেন্দ্রে পরীক্ষা শুরু হবে। শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে।

আরিফুল ইসলাম আরও বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে শিক্ষা বোর্ডে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। পরীক্ষাকেন্দ্রের নিরাপত্তায় এর আশপাশে দায়িত্ব পালন করবে পুলিশ। সবকিছু ঠিকঠাক থাকলে শান্তিপূর্ণ পরিবেশেই রাজশাহী বোর্ডের সব কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ