হোম > সারা দেশ > রাজশাহী

দুর্গাপুরে ১৮০ বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে বিস্ফোরক দ্রব্য আইনে অন্তত ১৮০ বিএনপির নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। পুলিশের দাবি গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে দুর্গাপুর সদর ডিগ্রি কলেজ মাঠের পাশের একটি টিনশেডের বাসায় বিএনপির গোপন বৈঠকের সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ৪টি অবিস্ফোরিত ককটেল, ৩ থেকে ৪টি বিস্ফোরিত ককটেলের খোসা ও বাঁশের লাঠিসোঁটা জব্দ করা হয়। পরে থানায় উপজেলা বিএনপির ১৬জন নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ। 

এ নিয়ে জানতে চাইলে মামলার বাদী দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আরিফ বলেন, ‘গতকাল রোববার রাত সাড়ে ১০দিকে নাশকতার জন্য বিএনপির নেতা-কর্মীরা দুর্গাপুর সদর ডিগ্রি কলেজ মাঠের পাশে একটি টিনশেডের বাসায় গোপন বৈঠক করছিল। এ সময় তাঁরা তিন থেকে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়। এ সময় ৪টি অবিস্ফোরিত ককটেল, ৩ থেকে ৪টি বিস্ফোরিত ককটেলের খোসা ও বাঁশের লাঠিসোঁটা জব্দ করা হয়। পরে থানায় উপজেলা বিএনপির ১৬জন নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৬০ থেকে ১৮০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।’

দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল বলেন, ‘আগামী ৩ডিসেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিভাগীয় সমাবেশে যেন না যেতে পারেন সে জন্য নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে পুলিশ। মামলা দিয়েও বিভাগীয় সমাবেশের জনস্রোত থামানো যাবে না।’

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হকে একাধিকবার কল করা হয়। কল না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক