হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে ফিরোজা বেগম (৬৮) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর এলাকার হিজলি পাবনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত আদম খাঁর মেয়ে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম।

প্রতিবেশী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎই বৃদ্ধার ঘরে আগুন জ্বলতে দেখা যায়। আগুন দেখে এবং তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে দয়ারামপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা বৃদ্ধা পুড়ে মারা যান এবং ঘরটি পুড়ে যায়। 

প্রতিবেশীরা আরও জানান, একটি ঘরের মেঝেতে খড়কুটো বিছিয়ে একাই থাকতেন বৃদ্ধা। ওই ঘরেই রান্না এমনকি রান্নার কাজে ব্যবহার করা লাকড়িগুলোও রাখতেন। মশার কামড় থেকে রক্ষা পেতে হাঁড়ির খোলায় প্রতিদিনই আগুন দিতেন। শীতের সময় সকাল ও সন্ধ্যায় সেই আগুনে উষ্ণতা অনুভব করতেন।

দয়ারামপুর ফায়ার সার্ভিসের টিম লিডার নূরুল ইসলাম বলেন, খবর পেয়ে সেখানে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। পরে ঘরে পড়ে থাকা বৃদ্ধার আগুনে পোড়া মৃতদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। তাঁরা প্রাথমিকভাবে ধারণা করেছেন, ঘরের ভেতরে হাঁড়ির খোলায় থাকা আগুন থেকেই এর সূত্রপাত।

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর