হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কামারখন্দে সোনার চেইন চুরির দায়ে ২ নারী আটক

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে সোনার চেইন চুরির দায়ে দুই নারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় তাঁদের আটক করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ মঙ্গলবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক দুজন হলেন জরিনা বেগম (৩৩) ও জাবেদা বেওয়া (৫২)। দুজনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধর মণ্ডল এলাকার বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ওই দুই নারী কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে রানু খাতুন নামের এক নারীর গলা থেকে সোনার চেইন চুরি করে নেওয়ার চেষ্টা করেন। আশপাশের লোকজনের সহযোগিতায় রানু খাতুন তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা চুরির বিষয়টি স্বীকার করে চেইন ফের‍ত দেন।

রানু খাতুনের বর মেরাজ হোসেন বলেন, ‘ছয় আনার সোনার চেইনটির মূল্য ছিল প্রায় ৩৬ হাজার টাকা। চেইনটি উদ্ধার করে দেওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সুজন চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, চুরির দায়ে আটক দুই নারীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এক নারীর কাছ থেকে চুরি করা চেইনটি উদ্ধার করা হয়েছে।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড