হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে দুই পক্ষের মারামারি, শিক্ষানবিশ আইনজীবীসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীর দুর্গাপুরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মারামারিতে এক শিক্ষানবিশ আইনজীবীসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার পুরান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবাইকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন পুরান তাহিরপুর গ্রামের সাইদুর রহমান (৪২), তাঁর ভাই মো. বাহাদুর (৪০) ও মো. বাবুল (৩৫) এবং তাঁদের প্রতিবেশী আক্কাস আলী (৫৫) ও তাঁর ছেলে রুবেল হক (৩০)। সাইদুর রহমান ও তাঁর দুই ভাইয়ের সঙ্গে প্রতিবেশী আক্কাস ও তাঁর ছেলে রুবেলের বিরোধ পুরোনো।

রুবেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আইন ও বিচার বিভাগে পড়াশোনা শেষ করে ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। সাইদুর রহমানের দাবি, আক্কাসের পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আর তাঁরা বিএনপি।

সাইদুর রহমান বলেন, আক্কাস আলী ও তাঁর ছেলে রুবেলের সঙ্গে প্রায় তিন বছর ধরে তাঁদের বিরোধ চলছে। ইতিপূর্বে কয়েক দফা তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। ওই ঘটনায় তাঁরা মামলা করেছেন। মামলায় আপস না করার কারণে গতকাল তাঁদের ওপর হামলা চালানো হয়। চায়নিজ কুড়ালের আঘাতে তাঁদের তিন ভাইয়ের সবায় মাথায় জখম হয়েছে। হামলায় সাইদুরের হাতও ভেঙেছে।

আর শিক্ষানবিশ আইনজীবী রুবেল হকের দাবি, তাঁদের ওপরও ইতিপূর্বে কয়েক দফা হামলা হয়েছে। সেসব ঘটনায় তাঁরাও দুটি মামলা করেছেন। আবার সাইদুর রহমানদের পক্ষ থেকেও তাঁদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তিন ভাই পরিকল্পিতভাবে তাঁদের ওপর হামলা করেছেন। তাঁরাও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা আজকের পত্রিকাকে বলেন, ‘পূর্ববিরোধের কারণে প্রতিবেশীদের মধ্যে মারামারির ঘটনায় দুপক্ষের লোকজনই আহত হয়েছে। একপক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে