হোম > সারা দেশ > রাজশাহী

১০ দিন আগের টিকিট কাটার লোক নেই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এখন থেকে আন্তনগর ট্রেনে যাত্রার ১০ দিন আগেই কেনা যাবে টিকিট। যাত্রীদের সুবিধার্থে আজ শনিবার থেকে এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। এর আগে পাঁচ দিন আগে পাওয়া যেত অগ্রিম টিকিট। নতুন নিয়মে রাজশাহী রেলস্টেশনে টিকিট কাটার লোক নেই বললেই চলে। যাত্রার ১০ দিন আগের টিকিট কেনার তাড়া নেই। তবে আগের মতোই তিন-চার দিন আগের টিকিট কাটছেন যাত্রীরা। আজ সকালে রাজশাহী রেলস্টেশনে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। 

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত অগ্রিম টিকিট কাউন্টার থেকে কেনা যাবে। তবে ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত কাউন্টার ও অনলাইনে শতভাগ টিকিট বিক্রি হবে। ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। তখন আর কাউন্টারে টিকিট পাওয়া যাবে না। শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনেই। কেবল স্ট্যান্ডিং টিকিট মিলবে কাউন্টারে। 

নাম প্রকাশে অনিচ্ছুক রাজশাহী রেলস্টেশনের টিকিট কাউন্টারে কর্মরত এক কর্মচারী জানান, এখন পর্যন্ত ১০ দিন আগের টিকিটপ্রত্যাশী পাওয়া যায়নি। এর অন্যতম কারণ, ১০ দিন আগের টিকিট পাওয়ার বিষয়টি বেশির ভাগ যাত্রীই জানেন না। কর্তৃপক্ষ তেমন প্রচার চালায়নি। এ জন্য টিকিটের চাহিদাও তৈরি হয়নি। 

রাজশাহী রেলস্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট দেওয়া হবে ৭ এপ্রিল থেকে। প্রতিবারের মতো ঈদ উপলক্ষে কাউন্টারে ঈদযাত্রার টিকিট বিক্রি আর হবে না। তবে কাউন্টার থেকে সিটবিহীন টিকিট আগের নিয়মে বিক্রি হবে। 

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, রাজশাহী থেকে এখনো টিকিট কাটার ধুম পড়েনি। নতুন নিয়মের কারণে ট্রেনের টিকিট এখন সহজে পাচ্ছেন ক্রেতারা। কয়েক দিন ধরে রাজশাহী-ঢাকা রুটের আন্তনগর ট্রেনের অনেক আসনই খালি যাচ্ছে। আর রাজশাহী থেকে ঈদে ঘরমুখী যাত্রীদের ভিড় কম থাকে। তবে ঈদের পর ফিরতি টিকিটের চাপ থাকে বেশি।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান