হোম > সারা দেশ > রাজশাহী

পুলিশ সদস্য হত্যা মামলায় চাঁপাইনবাবগঞ্জ ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলার সময় পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় করা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইউসুফ (২৮) রাজাকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে শহরের রেইহাচর-মহানন্দা সেতুর টোলঘর এলাকা থেকে র‍্যাব তাঁকে আটক করে সদর মডেল থানায় সোপর্দ করে বলে জানান সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) এসএম মাকসুদুর রহমান। 

মাকসুদুর রহমান বলেন, গত ২৮ অক্টোবর ঢাকায় সহিংসতায় সময় পুলিশ সদস্য আমিরুল পারভেজ নিহত হন। এ ঘটনায় করা হত্যা মামলার এজাহারনামীয় আসামী ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক। তাকে গ্রেপ্তার করতে পুলিশ ও র‍্যাব সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়। 

গতকাল শুক্রবার রাতে র‍্যাব সদস্যরা তাঁকে গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। পরে আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালীন রাজধানীর ফকিরাপুলে দায়িত্ব পালন করছিলেন আমিরুল পারভেজ। এ সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। আমিরুলকে একা পেয়ে তাঁকে বেধড়ক পিটিয়ে হত্যা করা হয়।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত