হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

প্রচণ্ড তাপপ্রবাহে দায়িত্ব পালনের সময় স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে দায়িত্ব পালনের সময় স্ট্রোকে রুহুল আমিন (৪২) নামের এক ট্রাফিক পরিদর্শকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থলবন্দরের পানামা পোর্টে এই ঘটনা ঘটে। 

ট্রাফিক পরিদর্শকের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল-আকসা মহল। তিনি বলেন, ‘মৃত অবস্থায় রুহুল আমিনকে হাসপাতালে আনা হয়। পরবর্তীতে শরীর পরীক্ষা করে দেখা গেছে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন। মরদেহ হাসপাতালে রয়েছে।’ 

নিহত রুহুল আমিন বাংলাদেশ স্থলবন্দরের অধীনে সোনামসজিদ স্থলবন্দরে ট্রাফিক পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি যশোরের শার্শা উপজেলার কোরবান আলীর ছেলে।

পানামা পোর্ট লিংক লিমিটেডের সিনিয়র ম্যানেজার মো. টিপু সুলতান বলেন, ‘রুহুল আমিন সকাল থেকেই বন্দরে দায়িত্ব পালন করছিলেন। দুপুরে জিরোপয়েন্ট থেকে এসে পানি চান। পানি চাওয়া মাত্রই তিনি অজ্ঞান হয়ে পড়েন।’ 

টিপু সুলতান আরও বলেন, ‘রুহুল আমিনকে বন্দরের গাড়িতেই হাসপাতালে পাঠানো হয়। প্রচণ্ড গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ