হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কানসাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (রোববার) চাঁপাইনবাবগঞ্জ র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

সাজাপ্রাপ্ত আসামি মো. আব্দুর রহমান (৩৮) উপজেলার ছালামপুর গ্রামের মো. গাজলুর রহমানের ছেলে।। 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল কানসাট পল্লি বিদ্যুৎ এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিমকে গ্রেপ্তার করে। ২০২০ সালের ২৯ এপ্রিল শিবগঞ্জ থানায় তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা দায়ের করে র‍্যাব। পরে আদালত বিচার-বিশ্লেষণ শেষে চলতি বছরের ৩ মে তাঁর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম পরিচয় গোপন করে নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় বসবাস করছিল। অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। গ্রেপ্তার আসামিকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব। 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার আব্দুর রহমানকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক