হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নারীদের সঙ্গে অশালীন আচরণ, গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

সড়কে নারীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার দুজন। ছবি: সংগৃহীত

রাজশাহীর সার্কিট হাউসসংলগ্ন সড়কে নারীদের সঙ্গে অশালীন আচরণের ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল বুধবার ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নগরীর সিঅ্যান্ডডি মোড় এলাকায় কয়েকজন যুবক নারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করছেন। তাঁদের আচরণে বিব্রত হন পথচারীরাও।

ভিডিও ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত যুবকদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গতকাল সকালে আরএমপির ফেসবুক পেজে চার যুবকের ছবি প্রকাশ করে তাঁদের শনাক্তে সাধারণ মানুষের সহযোগিতা চাওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন নগরের রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার মো. মোখলেছুর রহমান মুকুলের ছেলে মো. জুবায়ের হোসেন রাকিব (১৯) ও কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান উত্তরপাড়ার মো. রমজানের ছেলে মো. সবুজ (২০)। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে আরএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, শুধু গ্রেপ্তার নয়, সামাজিক প্রতিরোধ গড়তেই অভিযুক্ত ব্যক্তিদের ছবি প্রকাশ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতেও অভিযান চলছে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী