হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্ত্রীর যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

প্রতীকী ছবি

যৌতুকের মামলায় সিরাজগঞ্জের বেলকুচিতে মামুন মিয়া নামের এক পুলিশ কনস্টেবলকে এক বছর ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর আদালতের বিচারক কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মামুন মিয়া সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সরাতৈল গ্রামের কায়েম উদ্দিনের ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি হুমায়ুন কবীর কর্নেল ও পেশকার শহীদুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পুলিশ কনস্টেবলকে বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।’

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ আগস্ট বেলকুচি উপজেলার কদমতলী গ্রামের রহিম শেখের মেয়ে মীম খাতুনের সঙ্গে একই উপজেলার সরাতৈল গ্রামের পুলিশ কনস্টেবল মামুন মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় সাত লাখ টাকা যৌতুক দাবি করা হলে নগদ চার লাখ টাকা, দুই লাখ টাকার গয়নাসহ যৌতুকের ছয় লাখ টাকা পরিশোধ করা হয়।

বাকি এক লাখ টাকা বিয়ের পরে দেওয়ার কথা হয়। কিন্তু এই টাকার জন্য মীম খাতুনকে নির্যাতন করতেন স্বামী ও পরিবারের লোকজন। এ ঘটনায় মীম খাতুন বাদী হয়ে ২০২৪ সালের ১৬ জানুয়ারি স্বামী মামুন মিয়া, শ্বশুর কায়েম উদ্দিন ও শাশুড়ি স্বপ্না খাতুনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্যপ্রমাণ শেষে আজ আদালত মামুন মিয়াকে এক বছর ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত