হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে প্রবাসী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রবাসে থাকাকালীন এক নারীর সঙ্গে প্রতারণার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জে শাজাহান আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে তাঁকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

আজ সোমবার এ তথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির। সাজাহান আলী সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মরাপাগলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির বলেন, ‘গ্রেপ্তার আসামি প্রবাসে থাকাকালে একই এলাকার এক গৃহবধূর সঙ্গে সখ্য গড়ে তোলেন এবং প্রেমের সম্পর্কে (পরকীয়ায়) লিপ্ত হন। পরবর্তী সময়ে বিষয়টি জানাজানি হলে ওই গৃহবধূর সংসারে বিচ্ছেদ ঘটে। এ সময় আসামি ওই নারীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কথোপকথনের সময় আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে ওই নারীর নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলেন।’

অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির আরও বলেন, ওই নারী এই সম্পর্ক থেকে সরে আসতে চাইলে আসামি শাজাহান আলী তাঁকে ব্ল্যাকমেল করেন এবং ভুক্তভোগীর কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন। সেই সঙ্গে অবৈধ সম্পর্কে থাকতে বাধ্য করেন। বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করা হলেও তিনি রাজি হননি। পরে দুই মাস আগে ভুক্তভোগী পুনরায় একটি বিয়ে করেন। আসামি তা মেনে না নিয়ে ওই নারীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্টে তাঁদের পুরোনো আপত্তিকর ছবি এবং ভিডিও ছড়িয়ে দেন। এ নিয়ে ওই নারী চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পর শাজাহান আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং অশ্লীল কার্যকলাপে ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক