হোম > সারা দেশ > রাজশাহী

সেফালির দেশি ছাগল: একসঙ্গে ৬ বাচ্চা প্রসব, ৭ বছরে দিয়েছে ৪০টি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সেফালি বেগম। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কায়লা দিয়াড় গ্রামের মো. সাদিকুল ইসলামের স্ত্রী। সংসারে একটু ভালো থাকার আশায় সাত বছর আগে একটি ছাগল লালন পালন শুরু করেন। সাত বছরে ছাগলটি ৪০টি বাচ্চা প্রসব করেছে।

প্রতি ৬-৭ মাস পরপর ছাগলটি বাচ্চা দেয়। প্রথমে একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করলেও ধারাবাহিকভাবে এ সংখ্যা বাড়তে থাকে। সর্বশেষ আজ বৃহস্পতিবার দুপুরে ছাগলটি একসঙ্গে ৬টি বাচ্চা প্রসব করেছে।

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে স্বাভাবিকভাবেই চিকিৎসকদের তত্ত্বাবধানে বাচ্চাগুলো প্রসব করানো হয়। 

সেফালি বেগম বলেন, দুই ছেলে-মেয়ে নিয়ে দিনমজুর স্বামীর অভাব অনটনের সংসার আমার। স্বামী ইটভাটা এবং দিনমজুর খেটে কোনো রকমে সংসার চালান। প্রতিদিন না খাটলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। স্বামীর সংসারে একটু সুখ দিতে আমি ছাগল পালন করার চিন্তা করি। সে চিন্তা থেকেই সাত বছর আগে একটি দেশি জাতের ছাগল কিনে লালন পালন শুরু করি। এরপর ছাগলের বাচ্চাগুলো বড় হলে বিক্রি করি।

সেফালি বেগম আরও বলেন, এখনো কয়েকটি ছাগল বাড়িতে এক সঙ্গেই রয়েছে। গতকাল বুধবার রাতে ছাগলটি হঠাৎ অসুস্থ হলে আজ বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ প্রাণিসম্পদ অফিসে নিয়ে আসি। এরপর চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়ে ৬টি বাচ্চা প্রসব করান।

সেফালি বেগমের কথায়, এই ছাগল থেকেই তাঁর দুই ছেলে মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে সংসারে বাড়তি টাকা জমা হয়। 

সেফালি বেগমের বোনের স্বামী নূর মোহাম্মদ বলেন, অভাবী সংসার ছিল সেফালি-সাদিকুলের। বাড়িতে ছাগল পালন করে এখন অন্যের কাছে হাত পাততে হয় না তাঁদের। 

শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘দেশিজাতের ছাগলে একসঙ্গে ৬টি বাচ্চা প্রসব বিরল। এক সঙ্গে পেটে ৬ বাচ্চা থাকায় ছাগলটি অসুস্থ হয়ে পড়ে। সবার চেষ্টায় অপারেশন ছাড়া ৬টি বাচ্চা প্রসব করানো হয়। সবগুলোয় বাচ্চা সুস্থ রয়েছে।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার