হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অবিক্রীত আছে ৭৩ হাজার পশু

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে এবার কোরবানিতে ৭৩ হাজার পশু বিক্রি হয়নি। অবিক্রীত অবস্থায় এগুলো এখন খামারি ও কৃষকের বাড়িতেই রয়ে গেছে। এসব পশু বিক্রি না হওয়ায় বেকায়দায় পড়েছেন কৃষক ও খামারিরা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য রাজশাহীতে এ বছর ৩ লাখ ৮২ হাজার পশু লালনপালন করা হয়েছে। এর মধ্যে কোরবানি হয়েছে প্রায় ৩ লাখ ৯ হাজার পশু। বাকি ৭৩ হাজার কোরবানির পশু অবিক্রীত অবস্থায় আছে।

প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, রাজশাহীতে এবার গরু পালন করা হয়েছিল ১ লাখ ৬ হাজার ৬৬৬ টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৬২ হাজার ৮৫৪টি গরু। অবিক্রীত থেকে গেছে ৪৩ হাজার ৮১২টি গরু।

জেলায় এবার পালন হয়েছিল ২ হাজার ৯৫৬টি মহিষ। এর মধ্যে মাত্র ৩১৫টি মহিষ কোরবানি হয়েছে। তবে ছাগলের প্রায় সবই কোরবানি হয়েছে। জেলায় এবার ছাগল প্রস্তুত ছিল ২ লাখ ৪৩ হাজারটি। এর মধ্যে কোরবানি হয়েছে ২ লাখ ২৬ হাজার। আর ৩৫ হাজার ভেড়ার মধ্যে কোরবানি হয়েছে ২০ হাজার ৬৬৩ টি। বাকিগুলো অবিক্রীত রয়ে গেছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক বলেন, কে কতগুলো পশু পালন করবে এটা নির্ধারণ করে দেওয়া সম্ভব না। তাই যে যার মতো করে পশু পালন করেন। এবার ভারত থেকে কোন পশু আমদানি না হলেও অবিক্রীত রয়েছে অনেক পশু। করোনা আর লকডাউনের কারণে কোরবানি কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক