হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অবিক্রীত আছে ৭৩ হাজার পশু

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে এবার কোরবানিতে ৭৩ হাজার পশু বিক্রি হয়নি। অবিক্রীত অবস্থায় এগুলো এখন খামারি ও কৃষকের বাড়িতেই রয়ে গেছে। এসব পশু বিক্রি না হওয়ায় বেকায়দায় পড়েছেন কৃষক ও খামারিরা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য রাজশাহীতে এ বছর ৩ লাখ ৮২ হাজার পশু লালনপালন করা হয়েছে। এর মধ্যে কোরবানি হয়েছে প্রায় ৩ লাখ ৯ হাজার পশু। বাকি ৭৩ হাজার কোরবানির পশু অবিক্রীত অবস্থায় আছে।

প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, রাজশাহীতে এবার গরু পালন করা হয়েছিল ১ লাখ ৬ হাজার ৬৬৬ টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৬২ হাজার ৮৫৪টি গরু। অবিক্রীত থেকে গেছে ৪৩ হাজার ৮১২টি গরু।

জেলায় এবার পালন হয়েছিল ২ হাজার ৯৫৬টি মহিষ। এর মধ্যে মাত্র ৩১৫টি মহিষ কোরবানি হয়েছে। তবে ছাগলের প্রায় সবই কোরবানি হয়েছে। জেলায় এবার ছাগল প্রস্তুত ছিল ২ লাখ ৪৩ হাজারটি। এর মধ্যে কোরবানি হয়েছে ২ লাখ ২৬ হাজার। আর ৩৫ হাজার ভেড়ার মধ্যে কোরবানি হয়েছে ২০ হাজার ৬৬৩ টি। বাকিগুলো অবিক্রীত রয়ে গেছে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক বলেন, কে কতগুলো পশু পালন করবে এটা নির্ধারণ করে দেওয়া সম্ভব না। তাই যে যার মতো করে পশু পালন করেন। এবার ভারত থেকে কোন পশু আমদানি না হলেও অবিক্রীত রয়েছে অনেক পশু। করোনা আর লকডাউনের কারণে কোরবানি কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর