হোম > সারা দেশ > রাজশাহী

চিন্ময়ের জন্য এত বিবৃতি, বিশ্বজিৎ হত্যার সময় কোথায় ছিল ভারত, প্রশ্ন রিজভীর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি: আজকের পত্রিকা

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার হয়েছেন দেশের প্রচলিত আইনে। কিন্তু এ নিয়ে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। অথচ যে সময় বিশ্বজিৎকে হত্যা করা হলো, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘ঐতিহাসিক ৭ই নভেম্বর ১৯৭৫ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মহানায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বৃদ্ধিজীবী স্মৃতিস্তম্ভের বেদিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ‘হঠাৎ করে ইসকনের নানা তৎপরতা দেখা গেল। দেশকে অস্থিতিশীল করতে যত রকমের করা দরকার, সেটা করা হচ্ছিল। চিন্ময় গ্রেপ্তার হয়েছে দেশের প্রচলিত আইনে। আজকে তিনি (শেখ হাসিনা) স্টেটমেন্ট দিয়েছেন। আপনি যে মুগ্ধকে হত্যা করতে পারেন, যে আবু সাঈদকে হত্যা করতে পারেন, আজকে চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে সেই আপনি কুমিরের কান্না কাঁদছেন।’

গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা। ছবি: আজকের পত্রিকা

রিজভী বলেন, ‘চিন্ময় গ্রেপ্তার হয়েছে বলে আজকে ভারতের পররাষ্ট্র দপ্তর বারবার বিবৃতি দিচ্ছে। যেদিন ছাত্রলীগ বিশ্বজিৎকে হত্যা করল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। যেদিন ভারতের বাঁধ খুলে বাংলাদেশকে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেদিন ভারতের পররাষ্ট্র দপ্তর তো কোনো বিবৃতি দেয়নি। সেদিন তো শুধু মুসলমান নয়, হিন্দুর বাড়িও ভেসে গেছে। সেদিন তো ভারতের পররাষ্ট্র দপ্তর কোনো দয়া–মায়া দেখায়নি।’

তিনি বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে অস্থিতিশীল কিছু তৈরি করে, আপনারা কিছু করতে পারবেন না। কীভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে হয় দেশকে বাঁচাতে সেটা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা তাঁর বোনকে নিয়ে চলে গেছেন। শেখ পরিবারের কেউ নেই। অর্থাৎ তারা আগেই জানত। তাঁরা নিজ দলের নেতা–কর্মীদের দিকে না তাকিয়ে পালিয়ে গেলেন। এই হচ্ছে তাঁর বৈশিষ্ট্য। তিনি রাজনীতি করেন নিজের জন্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। প্রধান আলোচক ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম রফিকুল ইসলাম।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাছানাত আলী। সভাপতিত্ব করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী