হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

যমুনায় নিখোঁজের দুই দিন পর যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি  

যমুনার পাড়ে স্থানীয়দের ভিড়। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে নিখোঁজের দুই দিন পর মিরাজুল ইসলাম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার নিশ্চন্তপুর এলাকায় যমুনা নদীতে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

চৌহালী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে ভাসমান অবস্থায় মিরাজুলের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরাজুল ইসলাম চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের উত্তর হাটাইল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মৃত আনোয়ার হোসেনের ছেলে।

গত রোববার বিকেলে বাঘুটিয়া ইউনিয়নের চরছলিমাবাদ (ভূতের মোড়) এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় মিরাজুল।

নিখোঁজের ফুপাতো ভাই মামুন বলেন, মিরাজুল ইসলাম পরিবারের অন্য সদস্যদের সঙ্গে রোববার বিকেলে যমুনা নদীতে গোসল করতে যায়। তবে সবার অগোচরে নদীর স্রোতে নিখোঁজ হয় সে। পরে মাছ ধরার জাল ও নৌকা নিয়ে অনেক খোঁজা খুঁজি করেও তাকে উদ্ধার করা যায়নি। গতকাল সোমবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করতে না পেরে ফিরে যায়। আজ সকালে নিশ্চিন্তপুর এলাকায় তার মরদেহ ভাসতে দেখে জেলেরা পরিবারকে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসা হয়।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের