হোম > সারা দেশ > রাজশাহী

রাবির ছাত্রলীগ নেতা-নেত্রীর বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ  

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের পদধারী এক নেতা ও নেত্রীর বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার ও মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন এক ছাত্রী। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন রাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) দায়িত্বপ্রাপ্ত শিক্ষক। 

লিখিত অভিযোগে ওই ছাত্রী বলেন, কিছুদিন ধরে তিনি ইনস্টিটিউটের কয়েকজন বড় ভাইবোনের মাধ্যমে ক্রমাগত মানসিক ও যৌন নির্যাতনের শিকার হয়ে আসছেন। ২২ ফেব্রুয়ারি তিনি তাঁর ইনস্টিটিউটের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক সিনিয়র ভাইয়ের সঙ্গে ক্যাম্পাসের বাইরে একটি রেস্তোরাঁয় খেতে যান। সেখানে আতিকুর রহমান, ইতি মণ্ডল, শাহবাজ তন্ময়, আতিফা হক শেফা উপস্থিত ছিলেন। তাঁরা সেখানে অশালীন কথাবার্তা ও অপ্রত্যাশিত অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁদের দৃষ্টি আকর্ষণ করতে থাকেন। পরে তাঁরা আরও নানাভাবে মানসিকভাবে হেনস্তা করতে থাকেন। 

লিখিত অভিযোগ অনুযায়ী, গত রোববার তাঁকে ফোন দিয়ে দেখা করার জন্য আতিকুর ও আতিফা চাপ দিতে থাকেন। বাধ্য হয়ে তিনি তাঁর কয়েকজন সহপাঠীকে নিয়ে বিভাগের সামনের চায়ের দোকানে যান। সেখানে তাঁর চরিত্র নিয়ে নানা রকম গালিগালাজ ও ধর্ষণের হুমকি দেওয়া হয়। সঙ্গে থাকা অন্য সহপাঠীদেরও হেনস্তা করা হয়। এ সময় তাঁকে ‘চরিত্রহীন’ বলেও মন্তব্য করেন আতিফা হক শেফা। এ ছাড়া তাঁকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। 

অভিযোগের বিষয়ে জানতে আজ মঙ্গলবার দুপুরে অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী আতিফা হক শেফা ও ছাত্রলীগ নেতা আতিকুর রহমানের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তাঁরা ফোন ধরেননি; এসএমএস পাঠালেও সাড়া দেননি। 

ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগ পাওয়ার কথা জানিয়ে আইআরের তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক আকতার বানু আজকের পত্রিকাকে বলেন, ‘পাশাপাশি অন্যান্য ডকুমেন্টস দিতে বলেছি। সকল ডকুমেন্টস পেলে দুই পক্ষের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করব। যদি সত্যতা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব।’ 

এ বিষয়ে আইআরের পরিচালক অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, ‘আমি নতুন যোগদান করেছি। আমি অভিযোগ পাই, তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল