হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে হঠাৎ বৃষ্টি, আমের জন্য আশীর্বাদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গাছে গাছে আমের মুকুল। কোনো কোনো গাছে মটরদানার মতো গুটি বেঁধেছে ছোট ছোট আম। গুটি ঝরেপড়া রোধে গাছের গোড়ায় পানি দিয়ে যাচ্ছেন চাষিরা। এ অবস্থায় আজ শনিবার দুপুরে রাজশাহীতে এক পশলা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি উপকার করেছে আমের।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার রাত থেকেই রাজশাহীর আকাশ মেঘলা ছিল। রাতেই ওই মেঘ কেটে গিয়ে সকালে ঝলমলে রোদ ওঠে। তবে দুপুর ১২টার দিকে আবার আকাশ মেঘলা হয়ে ওঠে। এরপর দুপুর দেড়টার দিকে শুরু হয় হঠাৎ বৃষ্টি।

দেবল কুমার মৈত্র আরও বলেন, বৃষ্টি খুব বেশি সময় হয়নি। এই সময়ের মধ্যে তারা ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছেন। এটি স্থানীয় বৃষ্টিপাত। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী ১৫ মার্চ থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে আজ শনিবার এ বছরের প্রথম বৃষ্টির পর রাজশাহীর পথঘাট ধুলামুক্ত হয়। গাছের পাতার ওপরে জমে থাকা ধুলোবালি পরিষ্কার হয়ে যায়। গাছপালা সবুজ হয়ে ওঠে। বৃষ্টির পর আবার সূর্য ওঠে। এই কারণে আমের উপকার হয়েছে বলে মনে করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহীর উপপরিচালক মোজদার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বৃষ্টি খুব বেশি হয়নি। কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে তাও বলা যাচ্ছে না। তবে শহরে যতটুকু বৃষ্টি হয়েছে তা আমের ক্ষতি করবে না; বরং উপকার হবে। বৃষ্টির পর রোদ উঠে যাওয়ায় ভালো হয়েছে। বৃষ্টির পানির স্পর্শে আমগুলো দ্রুত বেড়ে উঠবে। কিন্তু বৃষ্টির পর রোদ না উঠে আকাশ মেঘাচ্ছন্ন থাকলে পোকামাকড়ের উপদ্রব বাড়ার আশঙ্কা ছিল। সে রকম কিছু হয়নি।’ 

কৃষি বিভাগের হিসাবে, রাজশাহীতে এবার ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে আমবাগান আছে। এসব বাগান থেকে ২ লাখ ২৫ হাজার ৯১২ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা আছে। গাছে গাছে প্রচুর মুকুল আসার কারণে লক্ষ্যমাত্রা পূরণের আশা কৃষি বিভাগের।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়