হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভাঙা ব্রিজ থেকে পড়ে সাইকেল আরোহীর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে একটি ভাঙা পরিত্যক্ত বেইলি ব্রিজ থেকে পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ৯টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

মৃত ব্যক্তির নাম সাহেব আলী (৫০)। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া পশ্চিমপাড়া গ্রামের মাঙ্গন আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘আমরা সোয়া ৯টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় সোয়া ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করি। এরপর তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘এটা একটা পুরোনো বেইলি ব্রিজ। এর পাশ দিয়েই নতুন রাস্তা ও ব্রিজ তৈরি হয়েছে। ফলে এটা এখন পরিত্যক্ত, যার ফলে এটার মাঝখানের পাটাতনও খোলা। ওই ব্যক্তি রাতের অন্ধকারে বুঝতে না পেরে ওই দিক দিয়েই সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ গভীর নোংরা পানিতে পড়ে যান। পরে আমাদের খবর দেওয়া হয়।’ 

সিরাজগঞ্জ সদর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে