পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সোমবার চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রয়েছে।
আজ সকালে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন সোনামসজিদ স্থলবন্দর কাস্টমস স্টেশনের উপ-কমিশনার নূর-উদ্দিন মিলন।
নূর-উদ্দিন মিলন জানান, পবিত্র শবে বরাত উপলক্ষে আজ সোমবার সোনামসজিদ বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে সোনামসজিদ-মহদীপুর পথে যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে যথারীতি সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।