রাজশাহীর তানোরে খালার বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার মানিককন্যা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত শিশুর নাম মাহী খাতুন (৩)। সে তানোর উপজেলার বাজে চাঁন্দুড়িয়া এলাকার মাইনুল ইসলামের মেয়ে। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।
স্থানীয়রা বলছে, শিশু মাহী তার বাবা-মার সঙ্গে একই উপজেলার মানিককন্যা এলাকায় খালার বাসায় বেড়াতে যায়। সকালে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে যায় সে। খেলাধুলার একপর্যায়ে সে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। সঙ্গী শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এসে পুকুর থেকে মাহীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।