সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও নড়াইলে কলেজ অধ্যক্ষকে নির্যাতনের প্রতিবাদে ফুটবল মাঠে হাতে লেখা ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানিয়েছেন কামারখন্দ উপজেলার কর্ণসূতি এলাকার শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকাল সাড়ে সাতটায় গৃহ শিক্ষক রাজিব বাবুর উদ্যোগে উপজেলার কর্ণসূতি এলাকায় ফ্রেন্ডশিপ ফুটবল খেলা শুরু হওয়ার আগে এ প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
এ কর্মসূচির বিষয়ে রাজীব বাবু বলেন, শিক্ষকদের হেনস্তা, লাঞ্ছিত এবং হত্যা, এটা আমাদের জাতির জন্য কলঙ্ক। পিতামাতার পরেই যেখানে শিক্ষকদের অবস্থান, সেখানে তাদের এ অপমান সহ্য করার মতো নয়। তাই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলব অতি দ্রুত দোষীদের বিচারের মুখোমুখি করে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে। যেন পরবর্তীতে আর কেউ শিক্ষকদের এভাবে অপমান, হেনস্তা করার সাহস না পায়।
এ ছাড়া শিক্ষক, ছাত্র, অভিভাবকের মাঝে যেন কোনো দূরত্ব সৃষ্টি না হয়। এ জন্য প্রতি মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে অভিভাবকদের নিয়ে একটি সভা করা উচিত। যেখানে শিক্ষক, ছাত্র, অভিভাবকদের মুক্ত আলোচনা হবে। সেখানে সবাই তাদের অভিযোগ বা পরামর্শের কথা বলতে পারবেন। তাহলে দেশের ছাত্র শিক্ষকের সম্পর্কের উন্নতি হবে। ফ্রেন্ডশিপ ফুটবল খেলায় নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেছিলেন।