বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনুকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত দুজনের পরিবারের পক্ষ থেকে মামলা দুটি হয়। গতকাল রোববার রাত ১১টায় মালতিনগর এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় শাহাদৎ আলম ঝুনুকে।
বগুড়া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গত ৫ আগস্টের পর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ পদ থেকে শাহাদৎ আলম ঝুনুকে পদত্যাগ করতে বাধ্য করানো হয়। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের দুজনের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলায় অন্যদের সঙ্গে শাহাদৎ আলম ঝুনুকেও আসামি করা হয়।
ডিবির ওসি মোস্তাফিজুর রহমান বলেন, আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।