হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে নির্মাণ শ্রমিকদের ১২ দফা দাবিতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহী মহানগরীর গণকপাড়া মোড়ে ১২ দফা দাবি দিবস উপলক্ষে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ইনসাব কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। এতে বক্তব্য দেন ইনসাব রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী, ইনসাব রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক হুমায়ন রেজা জেনু।

আরও উপস্থিত ছিলেন ইনসাব রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহসাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক মুকুল আলী স্যানিটারি শ্রমিক ইউনিয়নের নেতা সাইদুর রহমান প্রমুখ। সমাবেশে বক্তারা ১২ দফা দাবি পেশ করেন।

দাবিগুলো হলো, রাজধানী ঢাকাসহ শহরের সব থানা ও ওয়ার্ড ভিত্তিক এবং সারাদেশে জেলা ও উপজেলায় নির্মাণ কলোনি স্থাপন, সুলভ মূল্যে লিজ প্রদান, কলোনিতে স্কুল ও চিকিৎসা কেন্দ্র স্থাপন, শ্রম ছাউনি নির্মাণ, নারী নির্মাণ শ্রমিকদের সমকাজে সমমজুরি নিশ্চিতকরণ, ন্যূনতম মজুরি সন্তোষজনকভাবে বৃদ্ধি, সার্ভিস চার্জ দিয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে বিদেশে প্রেরণ, রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কিম চালু এবং পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যবস্থা করা।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত