হোম > সারা দেশ > রাজশাহী

কবি সরোজ দেবের ওপর হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন

বগুড়া প্রতিনিধি

বরেণ্য কবি, শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘শব্দ’-এর সম্পাদক, লিটন ম্যাগাজিন আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় বগুড়া লেখক চক্রের আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, উদীচী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা কবি সরোজ দেবের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে সরোজ দেবের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 

মানববন্ধনে বগুড়া লেখক চক্রের সভাপতি কবি ইসলাম রফিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক বজলুল করিম বাহার, সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি তৌফিক হাসান ময়না, সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ কবি খৈয়াম কাদের, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টুসহ অন্য নেতারা। 

তিন দিনব্যাপী বগুড়া লেখক চক্রের কবি সম্মেলনে অংশ নিয়ে লিটন ম্যাগাজিন কবি সরোজ দেব গাইবান্ধা শহরের পূর্বপাড়ায় নিজের বাসভবনে যান। এর পরই শুক্রবার তাঁর বাসভবনে হামলার ঘটনা ঘটে। এতে কবি ও তার পরিবারের সদস্যরা আহত হন। 

ওই দিনই তিনি বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, সরোজ দেব শুক্রবার সকালে নিজ বাসায় অবস্থান করছিলেন। এ সময় আসামি সাজ্জাদ হোসেন ও তাঁর সহযোগীরা ‘কোনো কারণ ছাড়াই’ ঘরে ঢুকে তাঁকে মারধর করেন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার