হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিক্ষোভ, ওএমএস চালুর দাবি

 নওগাঁ প্রতিনিধি

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিক্ষোভের সময় অনেকে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে থাকেন। ছবি: আজকের পত্রিকা

চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালুর দাবিতে নওগাঁয় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিক্ষোভ করেছেন। আজ বুধবার সকালে জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে তাঁরা অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীরা জানান, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে নওগাঁ পৌরসভা এলাকায় ১৮টি কেন্দ্রে ওএমএস ডিলারদের মাধ্যমে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মধ্যে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হতো। ৫ আগস্টের পর ১৮টি কেন্দ্রের মধ্যে হঠাৎ ১৫টি বন্ধ করে দিয়েছে খাদ্য বিভাগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বল্পমূল্যে চাল ও আটা কেনার সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় তাঁরা চরম সংকটে পড়েছেন।

জেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান–সংবলিত প্লাকার্ড হাতে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করতে দেখা গেছে বিক্ষোভকারীদের।

বিক্ষোভে অংশ নেওয়া রিকশাচালক সোহেল রানা বলেন, দিনভর রিকশা চালিয়ে যা আয় করি, তা দিয়ে বাজারে টিকে থাকা কঠিন। ওএমএস থেকে চাল-আটা কিনে কোনোভাবে দিন কাটত। কিন্তু এখন সেটা বন্ধ। পেটের ক্ষুধায় আমাদের এখানে আসতে হয়েছে।

ইঁদুর বটতলী এলাকার মানোয়ারা বেগম বলেন, ‘বৃদ্ধ বয়সে ফল বিক্রি করে যে আয় করি, তা দিয়ে বাজারের চাল কেনা সম্ভব নয়। ওএমএস বন্ধ থাকায় আমাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে।’

এ বিষয়ে জানতে চাইলে নওগাঁ জেলা সহকারী খাদ্যনিয়ন্ত্রক এনামুল কবির বলেন, বিক্ষোভকারীদের দাবি জেলা ওএমএস কমিটির কাছে উপস্থাপন করা হবে এবং শিগগিরই কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক আব্দুল আউয়াল বলেন, সঠিকভাবে কার্যক্রম পরিচালনা না করার কারণে বেশির ভাগ ওএমএস কেন্দ্র বন্ধ রাখা হয়েছিল। নতুন ডিলার নিয়োগের প্রক্রিয়া চলছে। তবে প্রয়োজন হলে কেন্দ্রগুলো আবার চালু করা হবে।

বিক্ষোভ শেষে প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার