হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর তাপমাত্রা আবারও ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেছে। আজ শনিবার রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি চলতি শীত মৌসুমে রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা।

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় পদ্মাপাড়ের এই শহরে শীতের কাঁপন শুরু হয়েছে ভালোভাবেই। টানা কয়েক দিন ঘন কুয়াশার পর রাজশাহীর শুক্রবারের সকাল ছিল কুয়াশামুক্ত। শনিবার সকালেও তেমন কুয়াশা ছিল না। কিন্তু ছিল কনকনে শীত। পরে আবহাওয়া দপ্তর রেকর্ড করল মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ২৯ ডিসেম্বর ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছিল।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় সেখানে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। আগের কয়েক দিনের রেকর্ড অনুযায়ী, দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধানও কমে এসেছে। এর ফলে রাতের তাপমাত্রাও অনেকটাই কমে যাচ্ছে। অনুভূত হচ্ছে কনকনে শীত।

আবহাওয়া অফিসের হিসাব অনুযায়ী, গত ১৬ ডিসেম্বর রাজশাহীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ৩০ ডিসেম্বর রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। ৩১ ডিসেম্বর রেকর্ড করা হয় ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া ১ জানুয়ারি ১৩.০ ডিগ্রি, ২ জানুয়ারি ১১, ৩ জানুয়ারি ১৩.৫ ডিগ্রি, ৪ জানুয়ারি ১০.৯ ডিগ্রি, ৫ জানুয়ারি ১০ ডিগ্রি, ৬ জানুয়ারি ১০.৬ ডিগ্রি এবং শনিবার ভোরে ৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে রাজশাহীতে কনকনে শীত অনুভূত হচ্ছে। বইছে হিমেল হাওয়া। শনিবার সূর্যের মুখ দেখা গেছে দুপুরে। বেলা গড়ালেও সূর্যের মুখ দেখা না যাওয়ার কারণে শীতের দাপট আরও বাড়ে। পথের ধারে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন অনেকেই। এই শীত মাড়িয়েই শ্রমজীবী মানুষকে বের হতে হয় কাজের সন্ধানে।

রাজশাহী আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত কয়েক দিন রাজশাহীতে ঘন কুয়াশা দেখা গেছে। এই কুয়াশা কেটে যাওয়ার করণে তাপমাত্রা কমে গেছে। মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা আরও কমতে পারে। শৈত্যপ্রবাহও তখন মাঝারিতে রূপ নিতে পারে।’ 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন