হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় সালিসে মারধরের পর কৃষকের মৃত্যুর অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে গৃহবধূকে উত্ত্যক্তের অভিযোগে সালিসে ডেকে নিয়ে মারধরে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার নিহতের পরিবার এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। ওই কৃষকের নাম মো. আবুল হোসেন (৫৫)। তিনি উপজেলার বড় হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা বলছে, প্রতিবেশী এক নারীকে (৪৫) উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্থানীয় মসজিদ প্রাঙ্গণে ডেকে নিয়ে আসা হয়। এরপর বিচার চলাকালীন ওই নারীর ছেলে তাঁকে মারধর করেন। এরপর আবুল হোসেনকে বাড়ি নেওয়া হলে তিনি মারা যান।

মৃত আবুল হোসেনের স্ত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে মসজিদের কাছে নিয়ে যায়। আমিও তাঁর সাথে সাথে যাই। গিয়ে দেখি সালিস বসছে। সেখানে গ্রামের মাতব্বরেরা ছিল। সালিসে মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে। আমার স্বামীর মাথা ও ঘাড়ে সিগারেটের আগুন দিয়ে সেঁকা দেওয়ার চেষ্টা করে। মনোয়ারা ও তাঁর স্বামী বাদশা মিয়াও আমার স্বামীকে মারপিট করছে।’

তিনি আরও বলেন, ‘পরে আমার স্বামীকে আহত অবস্থায় বাড়ি নিয়ে আসি। উনি বুকের ব্যথায় কাতরাতে থাকেন। পরে রাত ১২টার দিকে তিনি মারা যান। তাঁরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই। আমি থানায় মামলা করব।’

এ ঘটনায় অভিযুক্তেরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আশিক ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আজ (বুধবার) সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জেনেছি।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে