হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

পাগলি মা হয়েছেন, বাবা হয়নি কেউ

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের কামারখন্দে এক পাগলি মা হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

খবর পেয়ে অনেকেই আজ মঙ্গলবার ওই মা ও তাঁর বাচ্চাকে দেখতে এসেছেন। তবে শিশুটির বাবার পরিচয় জানা যায়নি। এই পাগলি উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় চার বছর ধরে থাকতেন।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, পাগলি অতি যত্নে তাঁর বাচ্চাকে আগলে রেখেছেন। কারও সঙ্গেই তিনি কথা বলছেন না।

কথা হয় পাশের চা দোকানি জামতৈল এলাকার আব্দুস সালাম সেখের সঙ্গে। তিনি বলেন, ‘গতকাল দুপুরে পাগলির প্রসব ব্যথা শুরু হয়। অভিজ্ঞ এক নারীকে ডেকে এনে দেখানো হয়। তাতে সমাধান না হলে আমি ও আনোয়ার তাঁকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে সন্তান প্রসবের পর রাতেই তাঁকে জামতৈল রেলওয়ে স্টেশনে এনে তাঁর ঝুপড়ি ঘরে রেখে দেওয়া হয়।’

আব্দুস সালাম আরও বলেন, পাগলির বাচ্চার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পাগলি কীভাবে এই বাচ্চাকে লালন পালন করবে?

কামারখন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইবরাহিম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে এক নারী আমাদের এখানে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রাতেই কয়েকজন এসে বাচ্চাসহ তাঁকে নিয়ে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বাচ্চাটির কাছে উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) পাঠাচ্ছি। তাঁরা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা