হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় মাজারের খাদেমের লাশ উদ্ধার, স্ত্রী ও ভগ্নিপতি আটক

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক মাজারের খাদেম লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের বৃন্দাবনপাড়ার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার  করা হয়। জামাল উদ্দিন ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় তাঁর স্ত্রী জেসমিন বেগম ও ভগ্নিপতি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে জামাল উদ্দিনের ছেলে শ্বশুর বাড়ি ছিলেন। আজ সকাল ৯টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। এরপর ভেতরে ঢুকে দেখেন কম্বলে মোড়ানো অবস্থায় তাঁর বাবার মরদেহ খাটে পড়ে আছে। বাবার মাথার পেছনে রক্ত ও জখম দেখে তিনি পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার  করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

এ নিয়ে জানতে চাইলে বগুড়া জেলা গোয়েন্দা  পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, ‘নিহতের স্ত্রী জেসমিন বেগম ও ভগ্নিপতি মোজাফ্ফর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। পুরো রহস্য উদ্‌ঘাটন হওয়ার পর এ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত