হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় মাজারের খাদেমের লাশ উদ্ধার, স্ত্রী ও ভগ্নিপতি আটক

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক মাজারের খাদেম লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের বৃন্দাবনপাড়ার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার  করা হয়। জামাল উদ্দিন ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় তাঁর স্ত্রী জেসমিন বেগম ও ভগ্নিপতি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে জামাল উদ্দিনের ছেলে শ্বশুর বাড়ি ছিলেন। আজ সকাল ৯টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। এরপর ভেতরে ঢুকে দেখেন কম্বলে মোড়ানো অবস্থায় তাঁর বাবার মরদেহ খাটে পড়ে আছে। বাবার মাথার পেছনে রক্ত ও জখম দেখে তিনি পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার  করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

এ নিয়ে জানতে চাইলে বগুড়া জেলা গোয়েন্দা  পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, ‘নিহতের স্ত্রী জেসমিন বেগম ও ভগ্নিপতি মোজাফ্ফর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। পুরো রহস্য উদ্‌ঘাটন হওয়ার পর এ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার