হোম > সারা দেশ > রাজশাহী

ওষুধতো দূরের কথা দু’বেলা খাবারও জুটছে না খলিলের

প্রতিনিধি

দুর্গাপুর (রাজশাহী): ওষুধ কেনার টাকা নেই। দু’বেলা খাবারও জোটছে না তার। লকডাউনে স’মিল বন্ধ। কর্মহীন তিন সদস্যের পরিবারে অভাব এখন প্রকট। রোজগার না থাকায় কোনো কোনো দিন না খেয়েও থাকতে হচ্ছে তাদের।

এভাবেই নিজের বর্তমান অবস্থার কথা বর্ণনা করছিলেন রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার দিনমজুর খলিলুর রহমান। আজ শুক্রবার দুর্গাপুর পৌর এলাকার দেবীপুর বিএম কলেজ মাঠে অলস সময় কাটাচ্ছিলেন খলিলুর। এ সময় তাঁর সঙ্গে কথা হয়।

খলিল বলেন, ‘দফায় দফায় অবরোধ (লকডাউন) চলছে। স’মিল বন্ধ হয়ে গেছে। গ্রামেও কাজ নেই। দোকানদাররা এ সময় বাকিতে কিছুই দেয় না। ঘরে মজুদ চাল, ডালও শেষ হয়ে গেছে। কোনো কামাই রোজগার নাই। বউ বাচ্চা নিয়া খুব কষ্টে আছি’।

খলিল আরও বলেন, বুদ্ধি হওয়ার বয়স থেকে মানুষের বাড়িতে চাকরগিরি করছি। খেটে খেটে এখন (অসুস্থ) শরীর আর চলে না। কোমরে ব্যথা, টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারি না। প্রতিদিন ওষুধ খেয়ে কাজে যেতে হয়।

সরকারি কোনো অনুদান, ভিজিডি, ভিজিএফ, কিংবা বয়স্ক ভাতা সুবিধা পাননি তিনি। ফলে লকডাউনের কারণে গত কয়েকদিন রোজগার নেই বললেই চলে। চালের কেনার মতো টাকা রোজগার করতে না পারলে পরিবার নিয়ে অভুক্ত থাকতে হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহসীন মৃধা বলেন, বর্তমানে নিম্নআয়ের মানুষেরা খুব কষ্টে আছে। সরকারি সহযোগিতা এলে এসব মানুষকে সহায়তা দেওয়া হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী