হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ছিনতাইকারীর হাতে ব্যবসায়ী খুন, গণপিটুনিতে নিহত অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার পর আটক ছিনতাইকারী। পরে তাকে পিটিয়ে হত্যা করে ক্ষুব্ধ লোকজন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর বাগমারা উপজেলার রাণশিবাজার এলাকায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনার পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে ওই ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছেন ক্ষুব্ধ লোকজন। আজ শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর হামলায় নিহত হন নওগাঁর আত্রাই উপজেলার গোঁলাবাড়ী গ্রামের বাসিন্দা মাছ ব্যবসায়ী আব্দুর রাজ্জাক (৩১), আর গণপিটুনিতে নিহত ছিনতাইকারীর নাম আমিনুল ইসলাম (৩৩)।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রাণশিবাজার এলাকায় মাদকাসক্ত আমিনুল ইসলাম মাছ বিক্রির টাকা ছিনিয়ে নিতে আব্দুর রাজ্জাককে ছুরিকাঘাত করেন। তখন বাজারের লোকজন আমিনুলকে ধাওয়া দিয়ে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে বাগমারা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আমিনুলকে উদ্ধার করে। কিন্তু এর কিছুক্ষণ পর প্রায় দেড় হাজার লোক বাজারে এসে পুলিশকে মারধর করে আমিনুলকে ছিনিয়ে নেন এবং পিটিয়ে হত্যা করেন।

ওসি জানান, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার