হোম > সারা দেশ > রাজশাহী

কৃষকেরা দেখেন রেললাইনে বৃদ্ধের মরদেহ পড়ে আছে

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

কৃষকেরা খেতে কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় তাঁরা রেললাইনে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে কৃষকেরা দেখেন এক অজ্ঞাত বৃদ্ধের (৬০) হাত, পা ও মুখমণ্ডল থেঁতলানো মরদেহ পড়ে আছে। ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশন এলাকার ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন। তিনি বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। তবে নিহত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।’ 

স্থানীয় কয়েকজন কৃষক জানান, আক্কেলপুর রেলস্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে ২৭৫ নম্বর রেলসেতুর দক্ষিণ পাশে আজ দুপুরে খেতে কাজ শেষে কয়েকজন কৃষক বাড়ি ফিরছিলেন। এ সময় রেললাইনের ওপর কাউকে পড়ে থাকতে দেখেন। কাছে এসে তাঁরা এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা বিষয়টি রেলস্টেশন কর্মকর্তা ও পুলিশকে জানান। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

স্থানীয় বাসিন্দা মোস্তফা হোসেন বলেন, ‘আজ দুপুরে কয়েকজন কৃষক খবর দেন ট্রেনের ধাক্কায় মানুষ মারা গেছেন। আমরা বেশ কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে দেখি এক বৃদ্ধের মরদেহ রেললাইনের মধ্য পড়ে আছে। তাঁর হাত, পা ও মুখমণ্ডল থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় তিনি মারা গেছেন। তবে তিনি আত্মহত্যা করেছেন কি না, সেটি কেউ বলতে পারছেন না।’ 

দ্রুতযান এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার তোফাজ্জল হোসেন। তিনি বলেন, ‘পঞ্চগড় থেকে ছেড়ে আসা দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আজ দুপুর ১২টা ৫০ মিনিটে আক্কেলপুর স্টেশনে যাত্রাবিরতির জন্য প্রবেশ করে। দুই মিনিট পর ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। স্থানীয় সূত্রে জানতে পারি ওই ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু হতে পারে।’ 

মরদেহের সুরতহাল প্রতিবেদন করেন সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক নরেশ চন্দ্র দাস। তিনি বলেন, ‘মরদেহের গায়ে গেঞ্জি ও পরনে লুঙ্গি ছিল। ধারণা করা হচ্ছে, টেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা গেছেন। তাঁর শরীরে বিভিন্ন অংশ থেঁতলানো ছিল। নিহতের পরিচয় পাওয়া যায়নি।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর