হোম > সারা দেশ > রাজশাহী

নাটোরে প্রকাশ্যে রামদা-হাঁসুয়া নিয়ে যুবলীগের মিছিল

নাটোর প্রতিনিধি

চাঁদাবাজির প্রতিবাদে নাটোরের সিংড়ায় প্রকাশ্যে রামদা-হাঁসুয়া নিয়ে মিছিল করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। পৌর যুবলীগের সভাপতি লাবু হাসানের নেতৃত্বে বের করা মিছিলে মুহূর্তের মধ্যে বাসস্ট্যান্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

ওই মিছিলের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিল অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র নিয়ে নাটোর-বগুড়া মহাসড়কে মহড়া দিতে দেখা যায়। এর মধ্যে কারও হাতে ছিল রামদা, কারও হাতে লোহার রড ও সাইকেলের চেইন দিয়ে বানানো অস্ত্রও দেখা গেছে। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ (শুক্রবার) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা চাঁদাবাজির বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগের হাতে রামদা, হাঁসুয়াসহ নানা ধরনের দেশীয় ধারালো অস্ত্র ছিল। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা চলে যান। 

জানা যায়, সিংড়া সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি বছরের পর বছর অটোরিকশাচালকদের জিম্মি করে চাঁদা তুলছে। সমিতির নামে প্রতিটি অটোরিকশা থেকে প্রতিদিন ৫০ থেকে ৭০ টাকা চাঁদা আদায় করা হয়। এতে অটোচালক ক্ষুব্ধ হয়ে এই মিছিলের আয়োজন করে। 

এ বিষয়ে পৌর যুবলীগের সভাপতি লাবু হাসান জনি আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিনের চাঁদাবাজি সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। আমরা সাধারণ চালকদের হয়ে এর প্রতিবাদ করেছি। তবে আমার সমর্থকেরা মনে করেছিল, আমার ওপর আক্রমণ হয়েছে। তাই তারা বিক্ষুব্ধ হয়। তবে কারা ধারালো অস্ত্র হাতে মহড়া দিয়েছে, তা জানি না।’ 

জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও অটোরিকশা মালিক সমিতির সম্পাদক রঞ্জু আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের সমিতি সরকার কর্তৃক অনুমোদিত। এত দিন কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যুবলীগ কর্মীরা বিনা কারণে উসকানি দিচ্ছে। প্রকাশ্যে অস্ত্রসহ মিছিল নিয়ে এসে আমাদের অফিস ভাঙচুর করেছে, আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে।’ 

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজকের পত্রিকাকে বলেন, ‘সিএনজি স্ট্যান্ডে টাকা তোলা নিয়ে এই ঘটনা ঘটে। লাঠিসোঁটা নিয়ে মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাইনি।’

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক