রাজশাহীতে বিদেশি পিস্তলসহ মো. সাদ্দাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। তিনি রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা।
আজ রোববার সকালে র্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল শনিবার সন্ধ্যায় রাজশাহীর কাটাখালী থানার আবহাওয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সাদ্দামকে আটক করা হয়। তিনি মোটা বইয়ের ভেতরের পাতা কেটে সেখানে বিদেশি পিস্তলটি লুকিয়ে রেখে নিয়ে যাচ্ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাদ্দামের কাছ থেকে বিদেশি নাইন এমএম পিস্তলটি ছাড়াও একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করা হয়। বিক্রির জন্য এ অস্ত্র নিজের হেফাজতে রেখেছিলেন বলে সাদ্দাম র্যাবকে জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে কাটাখালী থানায় মামলা করা হয়েছে।