হোম > সারা দেশ > রাজশাহী

বিএনপির সমাবেশ সফল করেছে সরকার: দুলু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ সরকারই সফল করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির এ বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। আজ শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা ময়দানে সমাবেশের মঞ্চে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

দুলু বলেন, ‘সবকিছু বন্ধ করে তিন ঘণ্টার সমাবেশকে তিন দিনের মহাসমাবেশ ঘটিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এ জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ। সরকারকে অভিনন্দন জানাই। এই সরকারের যে উপদেষ্টা, তার মাথার মধ্যে কোনো ঘিলু নাই। তিন দিনের ধর্মঘট দিয়েছে, আমাদের সমাবেশের কোনো প্রচার করা লাগেনি। সাংবাদিক ভাইয়েরা সারা পৃথিবীর মানুষকে জানান দিয়েছেন মহাসমাবেশ হবে। এই প্রচার সরকারই করে দিয়েছে।’ 

দুলু অভিযোগ করেন, ‘সমাবেশের আগে এই সরকার শুধু গায়েবি মামলা দিয়েই ক্ষান্ত হয়নি তারা আজকের অনুষ্ঠানে মির্জা ফখরুলের বক্তব্য যেন লাইভ দেখানো না যায় এ জন্য ভোর থেকে ইন্টারনেটের প্রত্যেকটা লাইন কেটে দিয়েছে। যতই বাধা দেওয়া হোক না কেন, ১০ তারিখের সমাবেশের মাধ্যমে আমরা সরকারকে লাল কার্ড দেখাতে চাই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সাবেক এই উপমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সেক্রেটারি বলেন, খেলা হবে। তাঁকে বলতে চাই, অবশ্যই খেলা হবে। কিন্তু রেফারি কে হবে? এটা আগে নির্ধারণ করতে হবে। রেফারি হবে নিরপেক্ষ। লাইন্সম্যান হবে নিরপেক্ষ। কোন মাঠে খেলা হবে? আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, খেলা কোন মাঠে হবে? পুলিশ রেখে আসেন। র‍্যাব, বিজিবি রেখে আসেন। খেলা হবে। আমাদের টিমের ক্যাপ্টেন কে জানেন? তারেক রহমান। খেলা হবে। সমতল মাঠে খেলা হবে। ঘোষণা দেন, আমরা সব সময় প্রস্তুত আছি।’ 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান বক্তা ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান ও ইকবাল মাহমুদ টুকু। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা। 

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক