হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে সাড়ে ৩ ঘণ্টা নীরব পদযাত্রা করেন রাবির অধ্যাপক

প্রতিনিধি, রাজশাহী বিশ্ববিদ্যালয়

তিন ঘণ্টা পায়ে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ উদ্দিন খান। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে তিনি পদযাত্রা শুরু করে। পরে রাজশাহী মহানগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দুপুর পৌনে দুইটার দিকে ফের একই স্থানে এসে পদ যাত্রা শেষ হয়।

এর আগে গত রোববার ফরিদ উদ্দিন খান নিজের ফেসবুক টাইমলাইনে ও রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার নামক একটি ফেসবুকে গ্রুপে পোস্ট করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীরব পদযাত্রার বিষয়টি তিনি জানান।

পূর্বঘোষণা অনুসারে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বর থেকে তিনি নীরব পদযাত্রা শুরু করেন। এ সময় তার সঙ্গে পদার্থবিজ্ঞান বিভাগের এক অংশ নেন। তারা পায়ে হেঁটে নগরীর কাজলা, তালাইমারী ও সাহেববাজার জিরোপয়েন্ট হয়ে রাজশাহী কলেজের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করেন। পরবর্তীতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের সামনেও কিছুক্ষণ করে অবস্থান করেন।

পরে বর্ণালির মোড়, ভদ্রা মোড় হয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সামনে এসে কিছুক্ষণ অবস্থান করেন। সেখান থেকে বেলা পৌনে দুইটার দিকে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা চত্বরে এসে তাদের কর্মসূচি শেষ হয়।

প্রায় সাড়ে তিন ঘণ্টার এই নীরব পদযাত্রায় তারা প্রায় ১৫ কিলোমিটার পথ অতিক্রম করেন। পদযাত্রা কর্মসূচিতে তাঁর হাতে ‘শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন, শিক্ষাকে বাঁচান, শিক্ষার্থীদের বাঁচান’, ‘ওয়ান টু থ্রি ফোর, শিক্ষাপ্রতিষ্ঠান ক্লোজ নো মোর!’ স্লোগান-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মৌন পদযাত্রার বিষয়ে ফরিদ উদ্দিন খান বলেন, ‘করোনার প্রথম দিকে সবার পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান দ্রুত বন্ধ করার দাবি উঠে। কারণ সেটিই সময়ের প্রয়োজন ছিল। কিন্তু বিশ্বের বাংলাদেশসহ সর্বমোট ১২টি দেশ ছাড়া সব দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। পৃথিবীর অনেক দেশ থেকে আমাদের দেশে করোনা পরিস্থিতি ভালো। তা ছাড়া দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা শিক্ষা থেকে ঝরে পড়ার হার বাড়ছে, শিক্ষার্থীরা মানসিক সমস্যায় ভুগছে। এখন আর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার কোনো যৌক্তিকতা নেই। তাই দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আমার এই মৌন পদযাত্রা।’

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার