হোম > সারা দেশ > রাজশাহী

অস্ত্রসহ ২ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রাম থেকে দুটি হত্যা মামলার আসামি সুজনকে (২৮) গ্রেপ্তার করেছে র‍্যাব। এ সময় একটি বন্দুক ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার গ্রেপ্তারের এই ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ। 

গ্রেপ্তার সুজন পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামের নুরু বক্সের ছেলে। তিনি ফরিদপুর থানার অনিল কুমার সাহা ও জেলার সাথিয়া থানার আলমাস হত্যা মামলার আসামি। গ্রেপ্তার এড়াতে সুজন আত্মগোপনে ছিলেন বলে জানান র‍্যাব কমান্ডার আবুল হাশেম। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তার সুজন সন্ত্রাসী বাহিনী নিয়ে এলাকায় ত্রাস করছিলেন। তাঁর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছিলেন না। এমন তথ্যের ভিত্তিতে গতকাল পাবনার ফরিদপুর উপজেলার মঙ্গলগ্রামে একটি চায়ের দোকানের পাশে অভিযান চালায় র‍্যাব-১২ এর সদস্যরা। এ সময় সুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে একটি একনলা বন্দুক ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

সুজনসহ সাত-আটজন এলাকায় অস্ত্রসহ ঘোরাফেরা করেন। তাঁরা মাঝেমধ্যে দিনের বেলায় বাড়িতে আসেন এবং রাতের বেলায় বিলের পানিতে ভাসমান নৌকায় থাকেন। বাকিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত