সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উল্লাপাড়া উপজেলার চর সাতবাড়ীয়া গ্রামের পাশে ফুলজোর নদী থেকে মস্তকবিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ।
উজান থেকে ভেসে আসা অর্ধগলিত মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক আসাদুল ইসলাম জানান, সম্ভবত কয়েক দিন আগে ওই ব্যক্তির মাথা কেটে হত্যা করে মরদেহটি নদীতে ফেলে দিয়েছিল হত্যাকারীরা। নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে, সেই সঙ্গে হত্যাকারীদেরও খোঁজ করা হচ্ছে। মরদেহটির উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। উদ্ধার কাজ শেষে রোববার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ মর্গে পাঠানো হবে।