হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ২০ লাখ টাকার জাল জব্দ, ৩ জনকে কারাদণ্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মৌখড়া হাট ও লক্ষ্মীকোল বাজারে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এঘটনায় তিন জনকে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল। তিনি বলেন, দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় কুমার ও ইমদাদ হোসেন। তাঁরা জানান, ইউএনও আবু রাসেলের নেতৃত্বে একদল র‍্যাব সদস্য প্রথমে মৌখড়া হাটে অভিযান চালিয়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ ও ১৪ জনকে আটক করেন।

এরপর আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীকোল বাজারে কারেন্টজালের পাইকারি বিক্রেতা সোহেল রানার গুদামে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৩ হাজার ১২০ পাউন্ড কারেন্টজাল জব্দ এবং সোহেল রানাকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১২ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং গুরুদাসপুরের মশিন্দা এলাকার লাবু মিয়া ও মসলেম উদ্দিনকে ১ মাসের কারাদণ্ডাদেশ দেন ওই আদালত। সাহেল রানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় জব্দ করা ২০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী