হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ২০ লাখ টাকার জাল জব্দ, ৩ জনকে কারাদণ্ড

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে মৌখড়া হাট ও লক্ষ্মীকোল বাজারে অভিযান চালিয়ে ২০ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এঘটনায় তিন জনকে একমাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাসেল। তিনি বলেন, দেশের প্রাকৃতিক মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কারাদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন র‍্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সঞ্জয় কুমার ও ইমদাদ হোসেন। তাঁরা জানান, ইউএনও আবু রাসেলের নেতৃত্বে একদল র‍্যাব সদস্য প্রথমে মৌখড়া হাটে অভিযান চালিয়ে ২ লাখ টাকার অবৈধ কারেন্টজাল জব্দ ও ১৪ জনকে আটক করেন।

এরপর আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে লক্ষ্মীকোল বাজারে কারেন্টজালের পাইকারি বিক্রেতা সোহেল রানার গুদামে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা মূল্যের ৩ হাজার ১২০ পাউন্ড কারেন্টজাল জব্দ এবং সোহেল রানাকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ১২ জনকে বিভিন্ন পরিমাণ অর্থদণ্ড এবং গুরুদাসপুরের মশিন্দা এলাকার লাবু মিয়া ও মসলেম উদ্দিনকে ১ মাসের কারাদণ্ডাদেশ দেন ওই আদালত। সাহেল রানাকে ১ লাখ টাকা অর্থদণ্ড ও এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় জব্দ করা ২০ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন।

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান