হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় স্কুলছাত্রের লাশ পড়ে ছিল পুকুরপাড়ে, গলায় আঙুলের ছাপ

বগুড়া প্রতিনিধি

মো. সিফাত। ছবি: সংগৃহীত

বগুড়ার গাবতলীতে মো. সিফাত (১৩) নামের সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীকে গলা টিপে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাত ৯টার দিকে স্থানীয় লোকজন গাবতলী পৌরসভার উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামে বাড়ির পাশের পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে।

সিফাত গাবতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উঞ্চুরকী উত্তরপাড়া গ্রামের হাফিজার রহমান মোল্লার ছেলে। সে স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সিফাতের মৃত্যুকে গুরুত্ব দিয়ে রহস্য উদ্ঘাটনে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকাবাসী জানিয়েছে, সিফাত মসজিদে ইফতার করার পর বাড়ি থেকে বের হয়। রাত ৯টার দিকে স্থানীয় লোকজন উঞ্চুরকী উত্তরপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন পুকুরপাড়ে সিফাতকে পড়ে থাকতে দেখে গাবতলী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সিফাতকে মৃত ঘোষণা করেন।

গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক আবুল বাশার বলেন, সিফাতকে গলা টিপে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তার গলায় আঙুলের ছাপ ছিল।

সিফাতের মা রুলি বেগম বলেন, ‘সিফাত রোজা ছিল। মসজিদে ইফতার শেষে বাড়ি এসে আবার বেরিয়ে যায়। রাত ৯টায় তার লাশ পাওয়া যায়। ইমরান হোসেন হারু নামের এক হিজড়ার বাড়ির কাছে সিফাতের লাশ পড়ে ছিল। সিফাতকে হত্যা করা হয়েছে।’

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার