হোম > সারা দেশ > রাজশাহী

চারঘাটে টিকা নিতে উপচে পড়া ভিড়

প্রতিনিধি, চারঘাট (রাজশাহী)

রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। বেশির ভাগের মুখে মাস্ক থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। যার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে।

চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে যান গেছে, টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ১৭ হাজার ৫৯২ জন। ১ম ডোজ গ্রহণ করেছেন ১২ হাজার ৭০ জন। ২য় ডোজ গ্রহণ করেছেন ৪ হাজার ৩৪৭ জন। ২য় ডোজ নিতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার অপেক্ষায় আছেন ৫ হাজার ১৯৮ জন। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৭১২ জন।

সরেজমিনে আজ মঙ্গলবার সকালে টিকাদানকেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে টিকা নিতে আগ্রহীদের দীর্ঘ লাইন ও উপচে পড়া ভিড়। ভ্যাকসিন গ্রহণের আগে কার্ড নিয়ে যেতে হয় ডেটা এন্ট্রি করতে। সেখানেও মানুষের প্রচণ্ড ভিড়। অনেকে এসএমএস না আসার আগেই টিকাকেন্দ্রে টিকা দিতে এসেছেন। কেউ আবার সকাল ৮টা থেকে টিকা নেওয়ার জন্য অপেক্ষা করছেন।

টিকা নিতে আসা কয়েকজন বলেন, ধারণক্ষমতার বেশি মানুষ টিকা নিতে এসেছে। সামান্য জায়গার ভেতরে গাদাগাদি অবস্থা। তাঁর মধ্যে কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনা রয়েছে। একই সাথে বুথ ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে।

চারঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, সামাজিক দূরত্ব না থাকলে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। যে কেউ আক্রান্ত হতে পারে। তবে ভালো খবর হচ্ছে টিকা নিতে আগ্রহী সংখ্যা বাড়ছে। ফলে স্বাস্থ্য কমপ্লেক্সে উপচে পড়া ভিড়। আমরা ভলান্টিয়ার দিয়ে শৃঙ্খলা বজায় রাখতে চেষ্টা করছি। এরপরও অনেকে জোরপূর্বক এসে শৃঙ্খলা ভঙ্গ করা চেষ্টা করছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা চেয়েছি।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় চারঘাটে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৬৫১ জন। মারা গেছেন ৭ জন। সুস্থ হয়েছেন ৩৩৮ জন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত